প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোমস্তাপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

গোমস্তাপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

115
0

গোমস্তাপু্র (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের ২ দিন পর রোববার ক্লাস বর্জন করেছে বাঙাবাড়ি ইউনুস স্মরণী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা । রোববার তারা প্রতিষ্ঠানে‌ এসে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

সমাবেশে অংশ নেয়া শিক্ষার্থী শাহলাল জানায়, প্রতিবছর বর্ষার সময় আমাদের এ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে । কর্তৃপক্ষকে বারবার বলেও কোন উদ্যোগ নেয়নি। তাছাড়া প্রতিষ্ঠানের অধ্যক্ষ বেশীরভাগ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন। সমস্যা সমাধান করতে না পারা তার ব্যর্থতা বলে সে মনে করে। এ সময় শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবি জানায়।

এবিষয়ে অধ্যক্ষ মোস্তফা কামাল জানান, প্রতিষ্ঠানের অর্থ দিয়ে এ জলাবদ্ধতা নিরসন করা সম্ভব নয়। আর এসমস্যা দীর্ঘদিনের।আমরা বেশ কয়েকবার জেলা প্রশাসক, উপজেলা নিবার্হী অফিসার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আমাদের সমস্যার কথা জানিয়েছি। সরকারি বরাদ্দ না পেলে এ সমস্যা কাটিয়ে উঠা সম্ভব নয়। আমরা চেষ্টা করে যাচ্ছি উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত সমস্যার সমাধান করতে।

এ প্রসঙ্গে উপজেলা নিবার্হী অফিসার আসমা খাতুন জানান, প্রতিষ্ঠানটির জলাবদ্ধতার নিরসনে দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাধ্যমে প্রকল্প প্রস্তুত করে জেলায় পাঠানো হয়েছে। আশা করি বরাদ্দ পেলে খুব শিঘ্রই জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।