প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোমস্তাপুরে করোনা রোগী- ৩৩ জন

গোমস্তাপুরে করোনা রোগী- ৩৩ জন

340
0
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:  গোমসতাপুরে   আরও ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার সকালে রাজশাহীর পিসিআর ল্যাব থেকে ৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে ২ নারী দেহে আগেই র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে শনাক্ত হয়। পিসিআর ল্যাবে শনাক্ত অন্য ২ জন হলেন, রহনপুর পৌর এলাকার এক যুবক (৩৫)  এক গৃহীনি (৪০) । এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৩৩ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মনিটরিং কর্মকর্তা ডা. হাসান আলি বলেন, শুক্রবার সকালে রাজশাহীর পিসিআর ল্যাব থেকে ৪ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এরমধ্যে গত ১২ মে ২ জন নারী আগেই র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে শনাক্ত হয়েছিল। বাকী দু’জন গত সোমবার (১৭ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে কাশি- জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসে । এ সময় দায়িত্বরত চিকিৎসক তাদের কোভিড ১৯ এর লক্ষণ দেখে করোনা পরিক্ষা করার পরামর্শ দেন। পরে তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহীর পিসিআর ল্যাবে পাঠানো হলে শুক্রবার তাদের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। রহনপুর পৌর এলাকার শনাক্ত ২ জনের মধ্যে ৩৫ বছরের যুবক ও অপরজন ৪০ বছরের নারী । তারা সকলেই বাড়ীতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে। তিনি আরও জানান, গত ১৭ এপ্রিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও পিসিআর ল্যাবে মোট ৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গোমস্তাপুর উপজেলার ২৮জন, নাচোল উপজেলার ২ জন, চাঁপাইনবাবগঞ্জ সদর, নিয়ামতপুর ও ভোলাহাট উপজেলার ১জন করে রয়েছে। এছাড়া সুস্থ্য হয়েছেন ১১জন, চিকিৎসা নিচ্ছে ২১ ও মৃত্যু বরণ করেন ১ জন।