গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী তে বিষধর সাপের ছোবলে ১ যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম বুলবুল হোসেন (২২) সে গোদাগাড়ী উপজেলার ৭নং দেওপাড়া ইউনিয়নের চাপাল এলাকার রবিউল ইসলামের ছেলে । ঘটনাটি ঘটে গত শুক্রবার দিবা রাতে নিহতের বড় ভাইয়ের শশুর বাড়ি দামকুড়া থানার ফেরতাপাড়া এলাকায়। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায় নিহত বুলবুল হোসেন গতশুক্রবার সকালে তার বড় ভাইয়ের শ্বশুরবাড়ি দামকুড়া থানার ফেরতা পাড়া এলাকায় বেড়াতে যাই ঐদিন সন্ধ্যার পরে নিহত বুলবুল এর ফোনে কেউ ফোন দিলে কথা বলতে বলতে সে বাড়ির বাইরে বের হয়ে পাশে একটি পুকুর পাড়ে কথা বলছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে । এসময় বুলবুলের অসাধারণতা অবস্থায় একটি বিষধর সাপ এসে তার ডান পায়ে কামড় দেয়। এমত অবস্থায় কবিরাজি মতে দুই দফায় ওষুধ সেবন করা হয়। এতে বুলবুল এর অবস্থা বেগতিক হলে তড়িঘড়ি করে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। নিহত বুলবুল ৩ ভাইয়ের মধ্যে সবার ছোট, বুলবুলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোদাগাড়ীতে বিষধর সাপের ছোবলে ১ যুবকের মৃত্যু
75