গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে ২শ গ্রাম হেরোইনসহ এক যুবকে আটক করছে মডলে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী মডলে থানার উপ-পরিদর্শক নাইমুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোদাগাড়ী পৌর সদর শহীদ ফিরোজ চত্বর এলাকায় অভিযান চালিয়ে মহিশালবাড়ী গ্রামের রবিউর ইসলামের ছেলে শহিদুল ইসলাম (১৮) দেহ তল্লাশী করে প্যান্টের পকেটে ২শ গ্রাম হেরোইনসহ হাতে নাতে আটক করে। আটককৃত শহিদুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। এব্যাপারে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, আটককৃত শহিদুল দীর্ঘদিন থেকে অভিনব কায়দায় হেরোইন বহন করে আসছিল। পুলিশের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। আটককৃত শহিদুলকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।