প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থায় জননী প্রবীণ স্বাস্থ্য সেবা  কেন্দ্রের শুভ উদ্বোধন। 

জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থায় জননী প্রবীণ স্বাস্থ্য সেবা  কেন্দ্রের শুভ উদ্বোধন। 

276
0
হানিফ খন্দকারঃ
গত কাল ৯.৮.২০২২ তারিখ রোজ মঙ্গলবার সন্ধা ৭.৩০ ঘটিকার সময় জননী কক্ষে ” জননী প্রবীণ স্বাস্থ্য সেবা কেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোঃ মাহফুজুর রহমান হেনা। শুরুতেই আলহাজ মোহাম্মদ আলী কোরআনে পাক থেকে তেলওয়াত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ আওয়ামী লীগ এর রাজশাহী মহানগর শাখার সম্মানীত ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বিশেষ অতিথি মোসাঃ মাজেদা বেগম কাউন্সিলর জোন-৬ রাসিক, মোঃ রফিকুজ্জামান বিল্টু সাধারণ সম্পাদক প্রবীণ হিতৈষী  ও জরা বিজ্ঞান সংঘ,রাজশাহী। এ ছাড়া আরও  উপস্থিত ছিলেন  মোসাঃ ফাহিমা বেগম সভানেত্রী  পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ মমিনুল ইসলাম সভাপতি বিলপাড়া জামে মসজিদ,এস এম কাজেম আলী সাধারণ সম্পাদক বিলপাড়া জামে মসজিদ,মোঃ ফজলে রহিম খোকন সভাপতি , বাবু সাধারণ সম্পাদক মটর চালক লীগ রাজশাহী, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আজিজ, মোঃ ইকবাল হোসেন সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ ১৬ নং ওয়ার্ড শাখা,মোঃ আসমত আলী সদস্য শাহমখদুম থানা শাখা,মোসাঃ রিজিয়া খাতুন সভাপতি, মোসাঃপারভীন খাতুন সহ-সভাপতি, মোসাঃ জান্নাতুল ফেরদৌস লিজা সাধারণ সম্পাদক, মোসাঃ তারিনা সুলতানা নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা , মোঃ হানিফ খন্দকার আহ্বায়ক, মোঃ আহসান হাবীব বুলবুল সদস্য সচিব,সুবর্ণলতা সাংস্কৃতিক একাডেমি, মোঃ রফিকুল ইসলাম, মোসাঃশামসুন্নাহার রুবী পরিচালক শাহ্ মখদুম একাডেমি,মোঃ সেলিম রেজা নাট্য ব্যাক্তিত্ব প্রমূখ। স্বাগত বক্তব্যদেন জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা বইবন্ধু মোঃ আমিনুল হক তার বক্তব্যে জননীর বিভিন্ন কর্মসুচী ও কর্মকান্ডের বিশদভাবে আলোকপাত করেন ও জননী প্রবীণ স্বাস্থ্য সেবা কেন্দ্রের প্রয়োজনীয়তা,লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিশদভাবে আলোচনা করেন। বিশেষ অতিথি বৃন্দ তাঁদের বক্তৃতায় বলেন বৃদ্ধমানুষের স্বাস্থ্য সেবার জন্য একটা মাইল ফলক তাদের চিকিৎসার জন্য খুব ভালো হবে বলে বিশ্বাস করে ভূয়সী প্রশংসা  করেন এবং এ মহতি কজে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ ভাবে পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান। সম্মানীত প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন দেশ ও জাতির উন্নয়নে বৃদ্ধ জনগোষ্ঠীর প্রতি যত্নশীল,  শ্রদ্ধাশীল ও গুরুত্ব দিতে হবে। বৃদ্ধ জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ সরকারের দেশনেত্রী  মাননীয়  প্রধানমন্ত্রী নিরলসভাবে  কাজ করে আসছেন। জননী গ্রন্থাগারের এ উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশংসা করে জননী প্রবীণ স্বাস্থ্য সেবা কেন্দ্রের পাশে থেকে  সার্বিক উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দিয়ে শুভ উদ্বোধন ঘোষনা করেন এবং এ সময় আলহাজ্ব মোহাম্মদ আলী দোয়া পরিচালনা করেন। সভাপতি সাহেব তাঁর সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।  এ মহতি অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ড.মোঃ আমিনুল ইসলাম।