নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মেধাকুঞ্জ ফাউন্ডেশনের হাটরাজবাড়ী শাখার উদ্বোধন হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় রাজবাড়ী কলেজ প্রাঙ্গনে উদ্বোধন উপলক্ষে আলোচনাসভায় অনুষ্ঠিত হয়। নাচোল ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেধাকুঞ্জ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক তোহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, মেধাকুঞ্জ ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার সুমন আলী, নাচোল ইউপি সদস্য নাসিমা খাতুন, সাবেক ইউপি সদস্য নাসিম আহম্মেদ, পাঠশালা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদাৎ আহম্মেদ,নাচোল ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছবিলালসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তির্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী আবু হানজালা। মেধাকুঞ্জ ফাউন্ডেশনের এমডি অনুষ্টানের প্রধান অতিথি তোহিদুল ইসলাম ও জিএম সুমন আলী বক্তব্যে বলেন, হাটরাজবাড়ী এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য মেধাকুঞ্জ ফাউন্ডেশনের শাখার উদ্বোধন করা হলো। শুধু ব্যবসায়িক মনোভাব নিয়ে আমারা কাজ করছিনা। আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য মেধাবি ও গরীব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকি। কৃষকদের ক্ষুদ্র ঋন, মৌসুমী ঋণ প্রদান করে থাকি। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার বৃদ্ধদের জন্য বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করবো। মেধাকুঞ্জ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সহযোগীতা কামনা করছি। আলোচনা শেষে কেক কেটে মেধাকুঞ্জ ফাউন্ডেশনের রাজবাড়ী শাখার উদ্বোধন করা হয়।
