আব্দুর রহমান মানিক, নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার দুপুর ১২টায় নাচোল থানার চত্তরে নাচোল থানার আয়োজনে ওপেন হাউজ ডে উপলক্ষ্যে নাচোল নাচোল ওসি সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলাম খান পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, নাচোল সরকারী কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইসরাইল হক নাচোল ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম।
অনুষ্ঠানে নাচোল উপজেলা বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সে সমস্যাগুলো সমাধানের চেষ্ঠা করবেন বলে জানান।