ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ ভ্রাম্যমান প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় নজিপুর নতুনহাট বণিক কমিটির আয়োজনে চলমান পিঁয়াজ ও লবণের মূল্য উর্ধ্বগতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নজিপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ ওবায়দুল ইসলাম (নান্টু), নজিপুর নতুনহাট বণিক কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নজিপুর পৌরসভার ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মতিবুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সকল দ্রব্যমূল্যে রাখতে সরকারের প্রতি আহবান জানান।