মনিরুল ইসলাম, নাচোল পৌর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১০৩ টাকায় পুলিশে চাকুরি পাওয়া সাত পুলিশ কনেষ্টবলকে সংবর্ধনা দিলেন নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ। আজ সোমবার দুপুর ১২ টায় তার কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় ওসি তদন্ত মিন্টু রহমান, নাচোল সাংবাদিক অ্যাসোশিয়েশনের সভাপতি নুরুল ইসলাম বাবু, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলারসহ থানার অন্যান্যরা উপস্থি ছিলেন। সম্প্রতি সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও ১০৩ টাকায় পুলিশ কনেষ্টবল পদে নিয়োগ প্রদান করা হয়। এর মধ্যে মেধাবী ও অসহায় পরিবারের ৭ জন নিয়োগ প্রাপ্ত হন নাচোল উপজেলা থেকে। এরা হলেন, নাচোল পৌর এলাকার মুরাদপুর মহল্লার বিউটি খাতুন, মাস্টার পাড়া মহল্লার শামীমা সুলতানা ও গুঠইল মহল্লার সঙ্কর মাহাতো, নাচোল ইউনিয়নের গনইর গ্রামের নাঈম আল মাসুদ ও বেনীপুর গ্রামের মঞ্জিলা খাতুন, কসবা ইউনিয়নের কালইর গ্রামের শ্রী কমল বর্মন এবং নেজামপুর ইউনিয়নের বৈদ্যপুর গ্রামের ফাহমিদা খাতুন ।
