প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা ত্রি-দেশীয় বাণিজ্য রুট রহনপুর রেলষ্টেশন পরিদর্শনে রেলওয়ে উর্দ্ধতন কর্মকর্তারা

ত্রি-দেশীয় বাণিজ্য রুট রহনপুর রেলষ্টেশন পরিদর্শনে রেলওয়ে উর্দ্ধতন কর্মকর্তারা

473
0

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলষ্টেশনকে পূনাঙ্গ রেলবন্দরে পরিনত করার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য রহনপুর রেলষ্টেশন সফর করেছেন রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তরা। শুক্রবার বিকেলে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক(অবকাঠামো) কামরুল আহসানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল রহনপুর রেল ষ্টেশন পরিদর্শন করেন। এর আগে তারা রহনপুর- সিংগাবাদ রেলপথের জিরো পয়েন্ট শিবরামপুর পরিদর্শন করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন প্রধান প্রকৌশলী মনিরুল ইমলাম, সিওপিএস শহিদুল ইসলাম, ডিইএন-২ আব্দুর রহিম ও এ ইএন আবু জাফর। রেল কর্মকর্তাদের ষ্টেশনের চারপাশ ঘুরে দেখান রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা আশরাফুল ইসলাম আশরাফ, রহনপুর ষ্টেশন বাজার সমিতির সভাপতি নাজমুল হুদা খান রুবেল, সম্পাদক, সাজ্জাদ হোসেন, রহনপুর শিল্প ও বনিক সমিতি সবাপতি সৈয়দ ফারুক হোসেন, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদসহ অন্যরা।