ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ ভ্রাম্যমান প্রতিনিধি:
নওগাঁ ছদ্মবেশ অবল্বন করে এক মাদক ব্যাবসায়ী নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে জেলার সাপাহার উপজেলার তুড়ীপাড়ায় রেণু (৩৫) নামের ওই মাদক বিক্রেতার বাড়ী হতে খদ্দের সেজে তাকে আটক করে। জানা গছে, থানার এসআই মোজাম্মেল ও এসআই নয়ন কুমার কর আম ব্যাবসায়ী সেজে খদ্দের হিসেবে ওই মাদক বিক্রেতার বাড়ীতে যায়। এসময় মাদক বিক্রেতা রেণু তাদের জন্য তার ঘর হতে ৫০গ্রাম গাঁজা ও ০২গ্রাম হেরোইন নিয়ে আসে। ঘটনার পর পুলিশদ্বয় তাকে পরিচয় প্রদান করে আটক করে এবং থানায় সংবাদ দিলে থানা হতে মহিলা পুলিশ ঘঁনাস্থলে গিয়ে মাদক ব্যাবসায়ী রেণুকে আটক করে থানায় নিয়ে আসে। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল- হাই নিউটন ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং থানায় মাদক দ্রব্য আইনে মামলা দয়েরের হয়েছে।