প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোদাগাড়ী পৌরসভার রাস্তার বেহাল দশা

গোদাগাড়ী পৌরসভার রাস্তার বেহাল দশা

331
0

শহিদুল ইসলাম: রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার সকল রাস্তার বেহাল অবস্থা, ভোগান্তিতে সাধারণ পথচারী। বিগত এক বছর আগে বর্ষা মৌসুমে পৌরসভার রাস্তার কাজ শুরু হয়। কাজ শুরু করার পর এখন পর্যন্ত সে কাজ যেন শেষ হতেই চাচ্ছে না। বালু আর খোয়ায় ভর্তি রাস্তায় পথচারীসহ বিভিন্ন প্রকার যানবাহনের চলাচলে ভিষণ বিঘœতা ঘটছে। পৌরসভা সদরের ডাইংপাড়া থেকে হাটপাড়া পর্যন্ত, পৌরসভার মোড় থেকে সারাংপুর হয়ে সুলতানগঞ্জ, কেল্লাবরুইপাড়া থেকে কুঠিপাড়া, রেল বাজার থেকে মাওলানার গেট, গোলচত্তর থেকে বুজরুকরাজরামপুরসহ পৌরসভার বিভিন্ন রোডে বর্ষা মৌসুমে রাস্তার কাজ শুরু হলেও আজ পর্যন্ত কাজ শেষ করার নাম কথাই নেই। এদিকে নিম্ন মানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ হলেও তাতে তেমন মাথা ব্যাথা নেই কারও। কিন্তু রাস্তার ধুলো-বালু পথচারী, পাশের দোকানসহ সকলেরই ক্ষতি হচ্ছে। ধুলোয় পরিবেশ একেবারে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। একটুখানি বাতাস হলেও ধুলোয় মানুষকে নাকাচি-চুবানি খেতে হয়। পাশের দোকানিদের সকাল-সন্ধ্যা রাস্তায় পানি দিতে দেখা যায়, তাতেও তেমন ফল পাওয়া যায়না। ধুলোর কারনে পুরো পরিবেশ ভারসাম্যহীনতায় ভুগছে। অথচ ডাইংপাড়া সদরের পাশেই উপজেলা ভবন, একটু পরে গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ, আফজি উচ্চ বালিকা বিদ্যালয়, পৌর ভবন, ও থানা ভবন। এত গুরুত্বপূর্ণ এলাকার প্রধান সড়কটি এভাবেই মাসের পর মাস অবহেলা ও অযত্নে পড়ে আছে। যেন দেখার কেউই নেই।
যাতে দ্রæত রাস্তার কাজ শেষ করা হয় তার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।