স্টাফ রিপোটার : রাজশাহী নওদাপাড়া স্টাউট প্রশিক্ষণ কেন্দ্রে রোভার ইউনিট লিডার ৩২৮তম বেসিক কোর্স শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার সময় নওদাপাড়া স্টাউট ট্রেনিং সেন্টারে এই কোর্সের উদ্বোধন করা হয়। উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার মিজানুর রহমান মজুমদার ,বিশেষ অতিথি ছিলেন, জেলা সম্পাদক ড.জহরুল ইসলাম,রাজশাহী কলেজের প্রফেসর আবু তালেব ,জেলা রোভার নেতা ইলিয়াস, উপস্থিত ছিলেন।
এই কোর্সে রাজশাহী বিভাগের বিভিন্ন কলেজের ৩০জন সহকারী রোভার লিডার অংশ গ্রহন করেন।তারা আগামী ৫দিন স্যার ব্যাডেন পাওয়েল এর আদর্শ অনুশরন করে বিভিন্ন প্রতিকুল পরিবেশ মোকাবেলা করে মানসিক, শাররিক ও নৈতিক দক্ষতা আর্জন করে দেশ ও জাতিকে উন্নতির দিকে নিয়ে যাবে।
