নুরউদ্দিন আহমেদ ( রনি) সিলেট জেলা প্রতিনিধি: বৃহস্পতি বার সকাল বেলা ১০ টা, ডান হাতে বাজারের থলে, বাঁ হাতে সদ্য কেনা কাপড়ের ব্যাগ। কাঁধেও একটা ঝুলছে অফিস ব্যাগ। এসব নিয়ে নগরের বন্দরবাজার এলাকার ফুটপাত দিয়ে হাঁটার মত জায়গা থাকে না হকারদের জন্য পতজাএীরা। জানালেন, তীব্র যানজটে রিকশায় প্রায় আধা ঘণ্টা ঠায় বসে ছিলেন। এই অবস্থায় বাধ্য হয়ে রিকশা থেকে নেমে হেঁটেই অফিসের দিকে রওনা দিতেহয়। আজ সরেজমিনে দেখা গেছে,সিলেট নগরের বন্দরবাজার এলাকা ছাড়াও আজ নগরের অধিকাংশ এলাকায় ছিল অসহনীয় যানজট। জিন্দাবাজার, চৌহাট্টা, লামাবাজার, মির্জাজাঙ্গাল,তালতলা, সুরমা মার্কেট, বারুতখানা, জেলরোড, নাইওরপুল, শিবগঞ্জ, টিলাগড়, লালদিঘিরপাড়, কাজিরবাজার, কাজলশাহ, সোবহানীঘাট, দক্ষিণ সুরমা, হুমাউন চত্বর —সহ এলাকাই ছিল স্থবিরপ্রায়। সকাল থেকে বিকেল পর্যন্ত এসব এলাকায় তীব্র যানজট ছিল। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন,সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্তও এখন এসব এলাকায় দুর্বিষহ যানজট থাকে। ভুক্তভোগী দের অভিযোগ, প্রতিদিন যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি আটকে থাকে। অবস্থা এমন দাঁড়িয়েছে, কোনো দিকেই গাড়ি যেতে পারে না। কাজেই পায়ের ওপর ভরসা করেই অনেকে চলতে শুরু করেন। তাই ফুটপাতেও মানুষে ঠাসাঠাসি। পুরো শহরটাই যেন অচল হয়ে যায়।হুমাউন চত্বর থেকে। বন্দরবাজার এলাকায় সিএনজি যোগে আসতে বড়জোর ২৫মিনিট লাগার কথা। অথচ ওই দূরত্বে আমাকে আসতে হয়েছে দুই ঘণ্টায়। ফলে সময় মেনে গন্তব্যে পৌঁছাটা এখন সম্ভব হচ্ছে না।শিবগঞ্জ এলাকার ‘এমনিতেই নগরজুড়ে তীব্র যানজট। এর মধ্যে প্রচন্ড বৃষ্টি পড়ছে। এতে ঘণ্টার পর ঘণ্টা রিকশায় বসে থাকতে থাকতে অস্থির হয়ে পড়ছি।’ মহানগর পুলিশের ট্রাফিক শাখা জানিয়েছে,বেশ কয়েকটি কারণে নগরে যানজট হঠাৎ করেই বেড়ে গেছে। কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সংস্কার কাজ দিরগতিথে চলছে এতেনেই কোনু তদারকি সংস্কারকাজ, অপ্রশস্ত রাস্তাঘাট এবং নগরের অধিকাংশ বিপণিবিতান ও হাসপাতালে পার্কিং ব্যবস্থা না থাকা। বেলা সোয়া তিনটার দিকে জিন্দাবাজার এলাকায় কথা হয় রিকশাচালক এর সঙ্গে। তিনি জানান, যানজট থাকায় একবার যাত্রী পরিবহন করতে দীর্ঘ সময় ব্যয় হচ্ছে। এতে আয়ও তুলনামূলক কম হচ্ছে। অনেক যাত্রী আবার যানজটের কারণে রিকশায়ও উঠতে চান না।সাধারন জনগন বলেন মেয়র আরিফ সাবের কাথা তিনি কিছোদিন আগে বলেছিেন হকার উচ্চেদ অভিজানে সফল হয়েছেন। সরজমিনে। দেখাযায় সিটি কর্পোরেশন ওপ্রশাসন কে তোয়াক্কা না করে রিতিমত বসছে হকাররা।।
