প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা নাচোলে সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজসেবা কর্মী শামীম রেজার ঝুলন্ত লাশ উদ্ধার।

নাচোলে সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজসেবা কর্মী শামীম রেজার ঝুলন্ত লাশ উদ্ধার।

111
0

নাচোলে সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজসেবা কর্মী শামীম রেজার ঝুলন্ত লাশ উদ্ধার।
অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা সমাজসেবা অফিসের ফতেপুর ইউনিয়ন সমাজকর্মী শামীম রেজার ঝুলন্ত লাশ আজ রাত১০টায় উদ্ধার করেছে থানা পুলিশ। শামীম রেজা নাচোল পৌর এলাকার মাস্টারপাড়া শামসুদ্দিনের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী মাঠপাড়া গ্রামের আনোয়ার জানাই আজ বুধবার বিকাল চারটায় সে বাসা থেকে অফিসে আছে। রাত্রি আটটার দিকে তার পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী গোলাপি ও অন্যান্যরা খোঁজাখুঁজি শুরু করে । এক পর্যায়ে তার স্ত্রী গোলাপি মৃতের ভাগ্নে আমাকে সংগে নিয়ে উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে শামীমের ঝুলন্ত লাশ দেখতে পায়। তাৎক্ষণিক নাচোল থানা পুলিশকে খবর দিলে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ওসি তদন্ত আব্দুল ওহাব সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে জানালার গ্রীলের সাথে ঝুলন্ত লাশ দেখতে পায় । পরে গোমস্তাপুর সার্কেল এএসপি, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের উপস্থিতিতে লাশের সুরতহাল করা হয়। রাত্রি সোয়া দশটার দিকে নাচোল থানায় লাশ নিয়ে আসে পুলিশ। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে করা হচ্ছে । আগামীকাল বৃহস্পতিবার লাশ পোস্টমর্টেম করতে পাঠানো হবে। পোস্টমর্টেম রিপোর্ট পেলেই এটি হত্যা না আত্মহত্যা সেটি জানা যাবে।
তবে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা ধারণা করছেন এটি রহস্য জনক মৃত্যু। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-গালিব জানান, আমি রাত্রে নয়টার দিকে খবর পেয়ে অফিসে এসে শামীম রেজার ঝুলন্ত লাশ দেখতে পায়। তার কাছে অফিসের এক সেট চাবি রয়েছে। কাজের প্রয়োজনে অফিস খুলে অফিসের কাজ কর্ম করেন।