প্রচ্ছদ উপজেলার খবর তানোরে প্রচন্ড শীতে হাট-বাজারের নৈশ প্রহরীদের গায়ে উষ্ণতার পরশ জড়াচ্ছেন ওসি রাকিবুল 

তানোরে প্রচন্ড শীতে হাট-বাজারের নৈশ প্রহরীদের গায়ে উষ্ণতার পরশ জড়াচ্ছেন ওসি রাকিবুল 

175
0
সাইদ সাজু, তানোর থেকে : রাজশাহীর তানোরে গভীর রাতে, প্রচন্ড শীতে ঘুরে ঘুরে জানমাল রক্ষায় নিয়োজিত নাইট গার্ডদের উষ্ণতার পরষ বুলাচ্ছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।
রোববার মধ্যো রাতে তিনি তানোর উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজারে সরেজমিন ঘুরে ঘুরে কম্বল গায়ে জড়িয়ে দিচ্ছেন।
প্রচন্ড শীত উপেক্ষা করে রাতে হাট-বাজারের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত হেঁটে হেঁটে দোকান-পাট পাহারা দেয়া এই নৈশ প্রহরীদের প্রচন্ড শীতে কষ্ট দেখে তিনি নিজেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের গায়ে উষ্ণতার পরশ জড়িয়ে দিচ্ছেন।
ওসি রাকিবুল হাসানের এ মহানুভাবতা নৈশ প্রহরীদের মনে সাহস ও উৎসাহসহ নিষ্ঠতায় বলিয়ান ভুমিকার সৃষ্টি হচ্ছে।
তানোর গোল্লাপাড়া বাজারের নৈশ প্রহরীরা জানান, কয়েকদিন থেকে শীত বেড়ে যাওয়ায় বাজার পাহারা দিতে অনেক কষ্ট হচ্ছিলো। প্রচন্ড শীতে (কম্বল) উষ্ণতায় পরশ হয়ে কষ্ট লাঘব করছে।