সাইদ সাজু, তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাউল বিতরন করা হয়েছে। (আজ) সোমবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে চাউল বিতরন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্রদের মাঝে চাউল বিতরন করেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। চান্দুড়িয়া ইউপি’র চেয়ারম্যান মজিবর রহমানের সভাপতিত্বে ও চান্দুড়িয়া ইউপি’র সচিব ওয়াখিল শেখের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ। এসময় ইউপি’র সকল সদস্য সদস্যা ও এলাকার জনসাধারন উপস্থিত ছিলেন। ৯শ’২৫জনকে ১৫ কেজি করে ঈদুল আযহা উপলক্ষে চাউল বিতরন করা হয়।