প্রচ্ছদ অপরাধ তানোরে জায়গা জমির ঘটনায় মুক্তিযোদ্ধার পুত্রের মাথা ফাটিয়েছে প্রতিপক্ষরা 

তানোরে জায়গা জমির ঘটনায় মুক্তিযোদ্ধার পুত্রের মাথা ফাটিয়েছে প্রতিপক্ষরা 

215
0
সাইদ সাজু তানোর থেকে : রাজশাহীর তানোরে জায়গা জমির ঘটনায় মুক্তিযোদ্ধার পুত্রের মাথা ফাটিয়েদিয়ে প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত মুক্তিযোদ্ধার পুত্রের নাম সম্রাট (৩০) পিতা মুক্তিযোদ্ধা মৃত নিশিত কুমার দাস। তার বাড়ি তানোর পৌর এলাকার হেন্দুপাড়া গ্রামে।
এঘটনায় সম্রাট বাদি হয়ে ৩ জনকে আসামী করে তানোর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পুলিশ ও প্রত্যক্ষদর্শি সিুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সম্রাট তার বাবার ওয়ারিশ মুলে জমি বুঝে নেয়ার জন্য তার চাচাদের কাছে অনুরোধ করে আসছিলো। এনিয়ে তার চাচাদের সাথে দ্বন্দ চলে আসছিলো।
বুধবার সকালে সম্রাট তার নিজের দখলীয় জায়গা থেকে দাদার মাটির টাইল সরিয়ে জায়গা ফাকা করছিলো। এসময় তার নাইস (৫০) প্রদীপ (৪৫) চাচাতো ভাই হেমন্ত অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে এবং মাথা ফাটিয়ে দেয়।
এসময় প্রতিবেশীরা এমে সম্রাটকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ কেন্দ্রে ভর্তি করেন। যোগাযোগের চেষ্টা করে অভিযুক্তদের সাথে কথা বলা যায়নি।
এঘটনায় সম্রাট বাদি হয়ে নাইসসহ ৩ জনকে আসামী করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।