প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা তানোরে কারিতাসের উদ্যোগে পুকুর সংস্কার

তানোরে কারিতাসের উদ্যোগে পুকুর সংস্কার

219
0

তানোর প্রতিনিধি ঃ রাজশাহীর তানোরে বে-সরকারি সংস্থা কারিতাসের ‘সাফবিন’
প্রকল্পের উদ্যোগে পাঁচন্দর ইউনিয়ন এলাকার ৫টি গ্রামের ৭ জন কৃষকের
বসতবাড়ির পার্শ্বে ছোট ডোবা বা ছোট পুরোনো পুকুর সংস্কার করা হয়েছে। ৭টি
পুকুর সংষ্কারে ব্যয় হচ্ছে ১লাখ ১৮হাজার টাকা।
কারীতাসের ক্ষুদ্র কৃষকদের খাপ খাওয়ানোর উপযোগী খামসার ও জীব বৈচিত্র্যের
সমন্নয় প্রকল্পের (সাফবিন) আওতায় পাঁচন্দর ইউনিয়নের যশপুর, চিমনা,
কাজীপড়া, কোচুয়া, মোঞনপুর, ভীমপাড়া, এবং চুনিয়া পাড়া গ্রামে ৭জন কৃষকের
পুকুর সংস্কার করা হয়েছে।
বে-সরকারী সংস্থা কারিতাসের সাফবিন জেলা প্রকল্প কর্মকর্তা আমিনুল ইসলাম
বলেন, ১লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে ৭টি পুকুর ও ডোকা স্থানীয় কমিটির
সদস্যদের মাধ্যমে সংস্কার করা হয়েছে। তিনি বলেন, বাড়ির পার্শ্বের ছোট ছোট
পুকুর ও ডোবা পুণঃ খনন বা সংস্কার করায় কৃষকরা সারা বছর পানি পাওয়ার
পাশাপাশি পুকুর পাড়ে শাক-শবজী চাষ করা ও পুকুর ডোবায় মাছ চাষ করে নিজেদের
চাহিদা পুরণ করার পাশাপাশি আর্থিক ভাবে লাভবান হবেন। #