প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা তানোরে প্রকাশ হত্যা মামলায় নিয়ামতপুরের বাদল গ্রেফতার

তানোরে প্রকাশ হত্যা মামলায় নিয়ামতপুরের বাদল গ্রেফতার

201
0

সাইদ সাজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে হিন্দু সম্প্রদায়ের এক যুবক গলা কেটে হত্যা মামলায় র‌্যাবের সহায়তায় বাদল (৩০) নামের এক আসামীকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। গত (১মে) শনিবার দিবাগত রাতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার খড়িবাড়ি হাট নামক স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার সাদাপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর উপজেলার কলমা ইউপির চৈরখৈর এনায়েতপুর গ্রামের নির্মল সিং এল ছেলে প্রকাশ সিং (১৭) বুধবার ২৮ এপ্রিল সন্ধ্যায় নিজ গ্রাশের মোড়ে ক্যারাম বোর্ড খেলা দেখছিলেন। ওই সময় তার কাছে ফোন আসে। এরপর তিনি ফোন ধরে স্থান ত্যাগ করেন। পরে তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও ওই রাতে সন্ধ্যান পাননি। পরদিন ২৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে তানোরের বংশিধরপুর এলাকায় রাস্তার পাশ থেকে প্রকাশের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।

এঘটনায় নিহতের পিতা নির্মল সিং বাদী হয়ে বৃহস্পতিবার রাতে তানোর থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে বাদলসহ বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী দেখানো হয়। ওই মামলার সূত্র ধরে র‌্যাব-৫ এর সহায়তায় বাদলকে গ্রেফতার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ৭ দিনের রিমান্ড চেয়ে সংশ্লিষ্ট আদালতে আজ রোববার (২মে) বাদলকে হাজির করা হয়।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, র‌্যাবের সহায়তায় মামলার প্রধান আসামী বাদলকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আদালতে রিমান্ড মঞ্জুর হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান ওসি।