প্রচ্ছদ জেলার খবর ৩ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালনে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচী গৃহীত

৩ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালনে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচী গৃহীত

178
0

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও প্রতিনিধি : ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে দিনটিকে ঘিরে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এবং বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা শাখার সহযোগীতায় এসব কর্মসূচী পালন করা হবে।

কর্মসূচী গুলির মধ্যে রয়েছে ওইদিন সকাল সাড়ে ১০ টায় বিজয় সভাযাত্রা ও জেলার বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন, বিকেল ৩ টায় সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা সভা, ৪ টায় সঙ্গীতানুষ্ঠান, সাড়ে ৫টায় শহীদ জায়া ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং সর্বশেষ আতশবাজী পোড়ানো ও রাত ১২ টা ১ মিনিটে শহীদদের স্মরণে শহীদ মিনারে আলোক প্রজ্জোলন।