প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা ভোলাহাটে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পেলেন গৃহহীনরা      

ভোলাহাটে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পেলেন গৃহহীনরা      

191
0

বি.এম রুবেল আহমেদঃ সারাদেশের সাথে ভোলাহাটেও গৃহহীনদের মাঝে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ জুন রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৫৩ হাজার ৩৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা এ পর্যন্ত ৪ লাখ ৪২ হাজার ৬০৮ পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছি।
তিনি বলেন, ‘আমরা লক্ষ্য স্থির করেছি, বাংলাদেশকে দারিদ্রমুক্ত করব। এর জন্য শিক্ষাকে গুরুত্ব দিয়েছি, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছি। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গৃহহীন মানুষকে ঘরবাড়ি তৈরি করে দিচ্ছি।

তিনি বলেন, ক্ষমতা থেকে নিজে খাব, নিজে ভালো থাকব, এটা নয়। ক্ষমতা আমাদের কাছে ভোগের বিষয় নয়। কীভাবে মানুষকে ভালো রাখা যায় এটা হলো বড়।
প্রধানমন্ত্রী বলেন, যেখানে জমি পাব না। এই তহবিল থেকে জমি কিনে দেব। ঘর করে দেব। এভাবে আমরা যাচ্ছি, বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। কোথাও কেউ গৃহহীন থাকলে আমাদের জানাবেন। আমরা তাদের ঘরবাড়ি করে দেব। আমি মনে করি, এতটুকু করলে আত্মা শান্তি পাবে।

ভোলাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মেহেদী ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আলম সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক নেত্রীবৃন্দ, উপকারভোগী, সূধীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল জানান, ভোলাহাটে ২য় পর্যায়ে ৪১১জন গৃহহারার মধ্যে ৩৯১ জনের মাঝে প্রধানমন্ত্রী গৃহ হস্তান্তর করেন। এর পূর্বে ১৬০জনকে ১ম পর্যায়ে গৃহ প্রদান করা হয়।  ৩য় পর্যায়ে আরো ৪’শটি বাড়ী তৈরির কাজ চলমান আছে বলে জানান তিনি। এদিকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের সাথে সাথে ২য় পর্যায়ের ৩’শ ৯১জন উপকার ভোগীদের মাঝে বাড়ী চাবি, জমির দলীল বুঝিয়ে দেয়া হয়।