গৌতম চন্দ্র বর্মন ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ৯ম জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন অনুষ্ঠান আয়ো জিত হয়েছে।বাংলাদেশ স্কাউট এর ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে জেলার পিটিআই ভবন ক্যাম্পাসে এ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে ৫ দিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম ।অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নুর কুতুবুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার (পিটিঅই) এর
সুপারিনটেনডেন্ট সাদিয়া আফ্রিন বিজলী, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি শাহীন ফেরদৌস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কাব স্কাউটস’র নেতা লুৎফুর রহমান মিঠু । এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের স্কাউটসকর্মকর্তাবৃন্দ সহ ৪৭টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ কাব ক্যাম্পুরীতে অংশগ্রহণ করে।প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম তার বক্তব্যে বলেন, স্কাউট একটি আন্দোলন। আমরা স্বাধীনতার পরে সারা বাংলাদেশে স্কাউট আন্দোলন শুরু করেছি। এর একটাই লক্ষ্য ছিল আমাদের কিশোর-কিশোরী, ছেলেমেয়েদের স্বাভাবিক, মানসিক, আত্মিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক উন্নয়নেরনের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
