Home উপজেলার খবর নাচোল সরকারী কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানের বিদায় সংবর্ধনা

নাচোল সরকারী কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানের বিদায় সংবর্ধনা

60
0

অলিউল হক ডলার,নাচোলঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারী কলেজের অফিসার ইনচার্জ(অধ্যক্ষ) হাফিজুরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্প্রতিবার বেলা ১০টায় নাচোল মহিলা কলেজ মিলনায়তনে নাচোল উপজেলা স্কুল কলেজ,মাদ্রাসার আয়োজনে মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন নাচোল সরকারী কলেজের অফিসার ইনচার্জ (অধ্যক্ষ) বাদরুল ইসলাম, বেগম মহসিন ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ ইসহাক আলী, মহিলা কলেজের উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তী, নাচোল খ.ম সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) বাইরুল ইসলাম,মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ফুলের তোড়া ,সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী দিয়ে নাচোল সরকারী কলেজের সদ্য অবসর যাওয়া অফিসার ইনচার্জ হাফিজুর রহমানকে বিদায় জানান। সেই সাথে তাঁর ও তাঁর পরিবারের জন্য দোয়া কামনা করেন।