বাংলাদেশ সংবাদ সংস্থা ও প্রেস ইনস্টিটিউট আইন মন্ত্রিসভায় অনুমোদন
বাংলাদেশ সংবাদ সংস্থা আইন-২০১৬ ও বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট আইন-২০১৬ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এছাড়া অনুমোদন দেয়া হয়েছে সার্ক যুব সনদ প্রস্তাব।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইন দুটির খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের বিষয়টি জানান।
এর আগে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।