Home উপজেলার খবর সাংবাদিক কল্যাণ তহবিলের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সাংবাদিক কল্যাণ তহবিলের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

54
0

আব্দুর রহমান মানিক,নাচোলঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় তিন উপজেলা নিয়ে গঠিত সাংবাদিক কল্যাণ তহবিলের(নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবে কল্যাণ তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহম্মদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলিউল হক ডলারের সঞ্চালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতি আসাদুল্লাহ আহম্মদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করেন। সভায় এই কল্যাণ তহবিলের কমিটির মেয়াদ শেষ হওয়ায় পুনরায় কমিটি গঠন,সদস্যদের চাঁদা আদায়, তহবিল বৃদ্ধি ও বার্ষিক বনভোজনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতি ক্রমে নির্বাচনের তারিখ ও মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের তারিখ ঘোষনা করা হয়। মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের তারিখ ২৯.০১.২০২১ থেকে ০২.০২.২০২১ সকাল ৯টা থেকে বিকাল-৫টা পর্যন্ত। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ফেব্রুয়ারী/২০২১ বেলা ১১টায়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৩সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। আলোচনাসভায় উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ তহবিলের সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, বিএম রুবেল আহম্মেদ,অর্থ সম্পাদক তাজ্জামুল হক আরাফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক কায়সার আহম্মেদ, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ডন,নির্বাহী সদস্য সাজিদ তৌহিদ ও সালাম তালুকদার।