প্রচ্ছদ উপজেলার খবর আসন্ন নাচোল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুর রশিদ...

আসন্ন নাচোল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুর রশিদ খাঁন ঝালুর নির্বাচনী ইশতেহার ঘোষনা

376
0

 

অলিউল হক ডলার,নাচোলঃ

চাঁপাইনবাবগঞ্জের আসন্ন নাচোল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুর রশিদ খাঁন ঝালু নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন। সোমবার বিকাল সাড়ে ৩টায় নাচোল ডাকবাংলো প্রাঙ্গনে জনসম্মুখে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন তা নিন্মে তুলে ধরা হলোঃ

১। সামাজিক ন্যয় বিচার প্রতিষ্ঠা ২।দূর্নীতিমুক্ত ও জবাবদিহিতা মূলক নাচোল পৌরসভা গড়া এবং অবকাঠামো উন্ন্য়ন কর্মকান্ড সমূহে স্বচ্ছতা  নিশ্চিত করা ৩।আমাকে জনগণ নির্বাচিত করলে নাচোল পৌরসভাকে খ শ্রেনী থেকে ক শ্রেণীতে উন্নতি করণ করা হবে ৪।পৌরসভার যেসব পাড়া মহল্লার রাস্তা, কালভাার্ট, ব্রীজ এর খারাপ অবস্থা সেগুলোর সংস্কার ও উন্নয়নের ব্যবস্থা করা এবং অবহেলিত এলাকা গুলোকে উন্নয়নের অগ্রাধিকার প্রদান করা ৫।শিক্ষার মানোন্নয়ন, উদ্বুদ্ধকরণ এবং প্রতিবছর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ৬। পৌরসভার নাগরিকের চিকিৎসায় এম্বুলেন্স সার্ভিস চালু করণ ৭। চুরি ছিনতাইসহ সকল অপরাধ দমনে নাচোল পৌরসভার গুরুত্বপূর্ন এলাকা সমূহে সিসি ক্যামেরার আওতায় আনা ৮। নাচোলের অন্যতম সমস্যা যানজট, এটি দূরীকরনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা ৯। ডিজিটাল পৌরসভা গড়তে পৌরসভার সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক করা হবে এবং নাচোল পৌর এলাকায় গুরুত্বপূর্ন স্থানে ওয়াইফাই, ইন্টারনেট সেবা চালু করা হবে ১০। নাচোল পৌরসভার সকল ব্যবসা প্রতিষ্ঠান, সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানসহ নাগরিকের জানমাল রক্ষার্থে ২টি গুরুত্বপূর্নস্থানে যেমন-১ নাচোল বাজার ,২-রেলস্টেশন বাজার ৫০/৬০ হাজার লিটার পানি ধারন ক্ষমতা সম্পন্ন রিজার্ভ ট্যাংকি নির্মান করা হবে যাতে করে ফায়ার সার্ভিস দ্রুততার সাথে অগ্নি নির্বাপন কাজে পানি ব্যবহার করতে পারবে ১১। নাচোলের যুব সমাজকে অসামাজিক কার্যকালাপ ও মাদক থেকে দুরে রাখতে খোলাধুলার  উপকরণ সরবরাহ করে খোলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং মাদক নির্মূলে আইন শৃংঙ্খলা বাহিনীকে সর্বাত্তক সহযোগীতা করা ১২।নাচোল পৌরসভাকে পরিস্কার পরিছন্ন রাখতে দ্রুত সময়ে মধ্যে সকল আর্বজনা অপসারন করা ১৩। পৌরসভার পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন এবং উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং যে সমস্ত এলাকায় ড্রেনেজ ব্যবস্থা নাই সে সমস্ত এলাকায় ড্রেনেজ ব্যবস্থা নির্মান ১৪।  সকল ধর্মী প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে সার্বিক  সহযোগীতা প্রদান করা ১৫। মশক নিধন ও দুর্গন্ধ দূরীকরনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ১৬। নাচোল পৌরসভার সকল রাস্তায় শতভাগ সড়কবাতির আওতায় আনা। মোঃ আব্দুর রশিদ(ঝালুখাঁন), মেয়র, নাচোল পৌরসভা, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।