প্রচ্ছদ উপজেলার খবর নাচোলের বীর মুক্তিযোদ্ধা তাইফুর রহমানের জানাযা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন

নাচোলের বীর মুক্তিযোদ্ধা তাইফুর রহমানের জানাযা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন

163
0

নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সদর ইউনিয়নের পীরপুর সাহানাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা তাইফুর রহমানের জানাযা  শনিবার সকাল ১০টায় পীরপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাস্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। তাকে গার্ড অফ অর্নার দেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)খাদিজা বেগম, নাচোল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আব্দুল ওয়াহাব। এছাড়াও জানাযায় উপস্থিত নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, নাচোল থানা কমিউনিটি পুলিশিং ফোরামে সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমান ও মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাবুল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।  জানাযা শেষে তাঁর মরদেহ পীরপুর মাদ্রাসা গোরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকাল ৪টার সময় তাঁর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী,৩ পুত্র, ২কন্যা সন্তান, নাতী-পুতিসহ অসংখ্যগুনগ্রাহী রেখেগেছেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৭নং সেক্টরে লালগোলা সাবসেক্টরে সম্মুখ যুদ্ধে অংশ গ্রহন করেন। স্বাধীনতা যুদ্ধের পর তিনি শিক্ষকতা পেশায় অংশ নেন।