প্রচ্ছদ উপজেলার খবর নাচোলে ইলামিত্রের ১৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে

নাচোলে ইলামিত্রের ১৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে

210
0

 

নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তে-ভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্রের ১৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টায় রানী ইলামিত্র সংসদের আয়োজনে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া পঞ্চানন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে  উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌরসভার মেয়র  আব্দুর রশিদ খাঁন ঝালু, নাচোল সরকারী কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন ও মজিবুর রহমান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির  নির্বাহী পরিচালক  হাসিব হোসেন,নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, আলী নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আলী প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রানী ইলামিত্র সংসদের সভাপতি বিধান সিং। অনুষ্ঠানে ইলামিত্রের কর্মজীবনির ওপর বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বক্তব্য দেন।