প্রচ্ছদ অপরাধ নাচোলে করোনা ভাইরাসের সাথে পাল্লা দিয়ে চলছে মাদকের রমরমা ব্যবসা!

নাচোলে করোনা ভাইরাসের সাথে পাল্লা দিয়ে চলছে মাদকের রমরমা ব্যবসা!

228
0

আব্দুর রহমান মানিক,নাচোলঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে করোনা ভাইরাসের সাথে পাল্লা দিয়ে চলছে মাদকের রমরমা ব্যবসা!

আইন শৃংঙ্খলা বাহিনীর নাকের ডোগার ওপর দিয়ে নাচোল উপজেলা ১নং কসবা ইউনিয়নের সোনাইচন্ডী হাট, গোলাবাড়ী রেলস্টেশন, কলইর, এলাইপুর, ২নং ফতেপুর ইউনিয়নের মাধবপুর মহাবাগান, মারকইল, ফতেপুর, মল্লিকপুর বাজার, টাকাহারা বাজার, খোলসি, কুসমাডাঙ্গা, ফুরসেদপুর ৩নং নাচোল ইউনিয়নের রাজবাড়ীহাট, হাঁকরইল, পীরপুর সাহানাপাড়া, ঘিওন হাতা ডাউনপাড়া, ভেরেন্ডী, ৪নং নেজামপুর ইউনিয়নের গোসাইপুর, ডিমকইল, খিকটা, দৌগাছি, জমিনকমিন নেজামপুরবাজার, হাটবাকইল, এবং নাচোল পৌর এলাকার নাচোল মধ্যবাজার, রেলস্টেশন উপজেলা বাজার, দেওপাড়া, পন্ডিতপুর, কাটাপুকুর, মোমিনপাড়া মোড়সহ বিভিন্ন এলাকায় মাদকের রমরমা কারবার চলছে। জানাগেছে, দেশীয় চেলাই করা মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য আইনশৃংঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অনায়সে মাদক ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে যাচ্ছে। দেশীয় চোলাই মদ স্থানীয়ভাবে প্রভাবশঅলীদের পৃষ্টপোষকতায় আদিবাসী গোষ্ঠীদের মাধ্যমে তৈরী করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। অপরদিকে, গাঁজা ফেন্সিডিল নাচোল উপজেলার পশ্চিম প্রান্তের মল্লিক ঘাট, গোমস্তাপুরের চৌডালা ঘাট, রহনপুর বাজার, আড্ডা মোড় দিয়ে ভারত থেকে প্রতিনিয়িত আসছে। অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জের চাঁপাই পলসা ঘাট, গোদাগাড়ি থেকে আমনুরা হয়ে বিভিন্ন কায়দা ইয়াবা ও ফেন্সিডিল প্রতিনিয়ত নাচোলের অভ্যান্তরে প্রবেশ করছে। ১১এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নাচোল উপজেলায় অভিযান চালিয়ে ৭জন মাদক সেবীকে আটক করলের মাদক ব্যবসায়ীরা ধরা ছোঁয়া বাইরে থেকে যায়। মাদক ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে নাচোল গড়ে উঠেছে একটি কিশোর গ্যাং। তারা প্রতিনিয়ত মাদক ব্যবসা, অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। নাচোল মধ্যবাজার, স্কুল পাড়া, মোমিনপাড়া মোড়, রেলস্টেশন ও বাসস্ট্যান্ড মোড়সহ বেশ কয়েকটি স্থানে কিশোর গ্যাং এর আধিপত্য পরিলক্ষিত হচ্ছে। পুলিশ এব্যাপারে পদক্ষেপ নিলেও  নিয়ন্ত্রনে আসছেনা। র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ কোম্পানির সদস্যরা নাচোলে মাঝে মধ্যে টহলে আসলের মাদকের ঘাটি গুলো অধিকাংশই মাঠের মধ্যে আমবাগান, পেয়ারা বাগান, জংলা পুকুর এলাকা, খাড়ির ধার হওয়ায় তাদের পক্ষে অভিযান সফল করা সম্ভব হচ্ছেনা। এব্যাপারে নাচোলে সূধি সমাজ ও অভিভাবকরা  মাদক নির্মূল না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন। এলাকার সচেতন মহলের দাবী জরুরী ভিত্তিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রের আইনশৃংঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি কামানা করেছেন।