প্রচ্ছদ উপজেলার খবর শার্শায় কৃষকের ধান কেটে দিলেন উদ্ভাবক মিজানুর রহমান

শার্শায় কৃষকের ধান কেটে দিলেন উদ্ভাবক মিজানুর রহমান

160
0

শার্শা উপেজলা প্রতিনিধি: এবার কৃষকের সোনালী পাকা ধান কেটে দিয়ে সহযোগিতা করেছেন দেশ সেরা উদ্ভাবক খ্যাত শার্শার মিজানুর রহমান।

বৃহস্পতিবার ( ২২ এপ্রিল) সকালে উপজেলার চটকাপোতা গ্রামের এক কৃষকের ধান কেটে প্রথমবারের মতো নজির স্থাপন করলেন তিনি ।

এসময় দেশসেরা উদ্ভাবক মিজান বলেন, করোনা সংক্রমনে সারাদেশে চলছে লকডাউন। বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণ সহ কৃষকের মাঝেও পড়েছে অর্থ সংকট সহ নানান সমস্যা।

এসময় বিভিন্ন সংগঠন সহ সমাজ সেবাই এগিয়ে আসা ব্যক্তিদেরকে কৃষকের স্বপ্নের সোনালী বরো ধান কেটে সহযোগিতা করার আহবান জানাচ্ছি।

বিস্তৃর্ণ ফষলের মাঠ জুড়ে উঁকি দিচ্ছে সোনালী ধান। কঠোর শ্রম ও দীর্ঘ প্রতিক্ষার পর বরো ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। কেউ কেউ কাটা, ঝাড়া ও মাড়াই করলেও এখনো অনেক কৃষকেরই ধান কাটা পড়েনি। তাই এসময় গরীব কৃষকের সোনালী ফসল কেটে দিয়ে কিছুটা হলেও সহযোগিতা করার জন্য দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন উদ্ভাবক মিজান।