Home অন্যান্য পৃষ্ঠা ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

96
0
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন করা হয়েছে।

জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী জেলা শাখার যৌথ আয়োজনে ১১ই অক্টোবর রোববার সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। এ সময় নৃত্য, সঙ্গীত, একক অভিনয়সহ বিভিন্ন সংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয় ১৯ জন প্রতিযোগী।

পরে প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here