স্টাফ রিপোর্টার: গোদাগাড়ীতে মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা শাপলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার জনাব শিমুল আক্তারের নির্দেশে ভাষা আন্দোলনের উপর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় বাসুদেবপুর শাহীদুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়, মহিশালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আ ফ জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোদাগাড়ী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব ঈসহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, সুপার ভাইজার মো: আব্দুর রহমান, গোদাগাড়ী সরকারি স্কুল এন্ড কলেজের প্রভাষক জনাব আকবর আলী, গোদাগাড়ী সরকারি কলেজের প্রভাষক জনাব কামরুজ্জামান বকুল, জহিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন । প্রতিযোগিতা অনুষ্ঠানে চিত্রাংকনে বিজয়ী হয় আ ফ জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়, মহিশালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এছাড়াও কুইজ প্রতিযোগিতায় বাসুদেবপুর শাহীদুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী আঁখি পুরোস্কিত হয়।