প্রেস বিজ্ঞপ্তি
আজ আনুমানিক ০৩৩০ ঘটিকার সময় ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ পোলাডাঙ্গা সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহলদল কর্তৃক টহল কমান্ডার নাঃ সুবেঃ মোঃ সফিজ উদ্দিন সাথে ০৫ জন কোদালকাঠি আমবাগান নামক এলাকায় টহল পরিচালনা করে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইন এবং অদ্য ১২ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪০০ ঘটিকার সময় ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ চর মাজারদিয়া পোষ্টের একটি নিয়মিত টহলদল কর্তৃক টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আরশাদ আলী সাথে ০৫ জন রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন চর মাজারদিয়া পশ্চিম পাড়া নামক এলাকায় টহল পরিচালনা করে ৩৮৭ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত হেরোইন এবং ফেনসিডিলের আনুমানিক সিজার মূল্য ৫১,৫৪,৮৯০/- (একান্ন লক্ষ চুয়ান্ন হাজার অটশত আশি) টাকা মাত্র।
টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক/সনাক্ত করতে পারেনি টহল দল। এ ব্যাপারে আটককৃত হেরোইন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়েরের মাধ্যমে জমা করা হবে এবং আটককৃত ফেনসিডিল প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা জনসম্মুখে ধংস করা হবে।
উল্লেখ্য যে চোরাচালান, মাদক এবং অনান্য সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সীমান্তে নিশ্ছিদ্র পাহারায় নিয়োজিত আছে এবং থাকবে।