সিয়াম সাহারিয়া,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভাইস চেয়ারম্যান প্রার্থী দুই বারের সাবেক কাউন্সিলর,নজিপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.মিলটন উদ্দীন নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এলাকায় গণসংযোগ, উঠান বৈঠকসহ নানাভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে ওই তরুণ নেতা। প্রতিদিনই নির্বাচনী এলাকার বিভিন্ন হাট-বাজার, গ্রামগঞ্জ এবং মোড়ে মোড়ে চায়ের দোকানে সাধারণ ভোটারদের নিয়ে কুশল বিনিময় এবং তালা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করতে দেখা যাচ্ছে। ফলে কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ ভোটারদের মাঝে আলোচনায় এসেছেন তিনি। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও মাদকমুক্ত উপজেলা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।
ভাইস চেয়ারম্যান প্রার্থী মিলটন উদ্দীন বলেন, দীর্ঘদিন থেকে আপদে-বিপদে মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেছি। পত্নীতলাবাসীর সেবা করা ও উন্নয়নমূলক কাজ করার জন্যই নির্বাচন করছি। আমার বিশ্বাস, দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ আমাকে জয়যুক্ত করবে। আমি নির্বাচিত হলে এলাকাবাসীর সেবা নিশ্চিতসহ উপজেলা পরিষদকে দুর্নীতি মুক্ত,বাল্যবিবাহ নিরোধ এবং জনগণের সহযোগিতায় মাদকমুক্ত উপজেলা গড়ব।
উপজেলা পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের গণসংযোগ ততই বৃদ্ধি পাচ্ছে। মোটর সাইকেল শো-ডাউন, সভা সমাবেশ, গণসংযোগ, পোস্টার, ব্যানার, ফেস্টুন ও মতবিনিময় সভার মাধ্যমে প্রার্থীদের পদচারণায় মুখোরিত হয়ে উঠেছে উপজেলার জনপদ।
সাধারন ভোটাররা বলছেন, যে প্রার্থী এলাকার উন্নয়নে ও সবসময় সাধারন মানুষের পাশে থাকবে, দূর্নীতি, মাদক নির্মূল করবে, নিজে দূর্নীতি মুক্ত থাকবে এমন যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান তারা।
উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭৭ হাজার ২০৫ জন । এরমধ্যে নারী ভোটার ৮৮ হাজার ৫০৫ জন ও পুরুষ ভোটার ৮৮ হাজার ৭০০ জন ।