প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা বসন্ত উৎসব ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বসন্ত উৎসব ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

526
0

আব্দুল্লাহ হাফিজ: চাঁপাই নবাবগঞ্জের শিল্পকলা একাডেমীতে বসন্ত উৎসব ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমীর সভাপতি মুঞ্জুরুল হাফিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এইচ এম আঃ রাকিব বিপিএম পুলিশ সুপার চাঁপাই নবাবগঞ্জ। সভায় বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকোর কুমার কুন্ডু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মাজহারুল ইসলাম প্রমুখ।
বসন্ত উৎসব ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অন্যান্যদের সাথে মূর্ছনার ওস্তাদ নূর ইসলাম প্রথমে রবীন্দ্র সঙ্গীত ওরে গৃহবাসী গানটি পরিবেশন করেন, তারপর আব্দুল্লাহ হাফিজের কথা ও সুরে দুটি গান- শিক্ষা গীতি ও সপ্ত স্বর গান দুটি পরিবেশন করেন। শিল্পীরা হলেন আঃ হাফিজ হিয়া, রিয়া ,বৈশাখি লাবণ্য সচ্ছ ইমা রাশি সাহা, সুমো । সহযোগিতায় ইমরান , রিয়াদ। এভাবে গানে আনান্দে অনু ষ্ঠানটি শেষ হয়।