প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

330
0

জিখবর ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া সদরে ধানের আড়তে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে ও আহত হয়েছে প্রায় ১০ জন তাদের মধ্যে ২ জন আশংকাজনক অবস্থায় আছে। জানা যায় আজ সকাল ১০টার দিকে একটি গ্রুত গতির ট্রেইলর আমনুরা রোড হতে গোদাগাড়ীর দিকে আসছিল, পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে আমতলা স্থানে ২টি লোককে ঢাক্কা লাগে ফলে স্থানীয়রা গাড়ীটিকে তাড়া করলে গাড়ীটি দ্রুত পালাতে গিয়ে ডাইংপাড়া ধানের আড়তে ধান বিক্রয় করতে আসা হাটের লোকজনের উপর উঠিয়ে দেয়। ঘটনাস্থলেই ২জন মারা যায়। নিহতরা হলো মহিশালবাড়ী গ্রামের আতাবুরের ছেলে ১ সন্তানের জনক আবু হানিফ রণি (২৬), একই গ্রামের আলহাজ্জা ইয়াহিয়া মন্ডলের ছেলে ৩ সন্তানের জনক এসরাইল হক (৪৫) নেসকো বিদ্যুৎ অফিসের লাইনম্যান। গুরুতর আহতরা হলো শ্রীমন্তপুর গ্রামের মৃত: তৈমুর মাস্টারের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪৬), ফাজিলপুর গ্রামের তরিকুল ইসলাম (৪৮) গুরুতর আহতদের প্রথমে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়, অবস্থা বেগতি দেখে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। এছাড়াও আরো ৮জন গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসতালে চিকিৎসাধী দেয়া হচ্ছে বলে জানা গেছে।
চট্টগ্রামের সিতাকুন্ড থানার পূর্ব সৈয়দপুর গ্রামের আবুল কালামের ছেলে মোঃ হাছান (৩৫)সহ ঘাতক ট্রেইলরটিকে গোদাগাড়ী থানা পুলিশ আটক করে একটি মামলা দায়ের করা হয়েছে। গাড়ি নং চট্ট:মেট্রো ঢ-৮১-০৪৪৫।