বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের খুনীদের সম্পদ বাজেয়াপ্তের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন ও নিষ্পত্তিকালে এ মন্তব্য করেন মন্ত্রী।
আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি ছিল ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হউক।’ প্রস্তাবটিতে ১০ জন সংশোধনী প্রস্তাব আনেন। এই দশজনই অবিলম্বে এটি কার্যকর করার দাবি করেন।
আইনমন্ত্রী বলেন, প্রথমে পলাতকদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। পরবর্তীতে আইন অনুযায়ী ফাঁসির দণ্ডপ্রাপ্ত মৃত্যুবরণকারীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে।
পলাতক আসামিদের গুলশান, ধানমন্ডি, মোহাম্মদপুর, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে সম্পত্তি রয়েছে বলে জানতে পেরেছে সরকার। বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত বার জনের মধ্যে পাঁচজনের মৃত্যুদন্ড কার্যকর হয়েছে। সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ , বজলুল হুদা, মহিউদ্দিন আহমদ ও একেএম মহিউদ্দিন আহমদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। অপর ছয় আসামীর মধ্যে আবদুল আজিজ পাশা মারা গেছে। অবশিষ্ট ছয়জন পলাতক রয়েছেন।
প্রক্রিয়া প্রচলিত আইন মেনেই প্রতিপালন করা হবে বলেও জানান আইনমন্ত্রী।
যুদ্ধাপরাধীদের সম্পদের সম্পত্তি বায়েজাপ্তের বিষয়ে আইন মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আইন তৈরির কাজ শুরু হয়েছে। আমি বিশ্বাস করি এই সংসদেই আইনটি আনা হবে এবং সংসদ আইনটি গ্রহণ করবে।
খেলার-মাঠে
মালদ্বীপের বিপক্ষে সৌম্যদের ১৭৪
অনলাইন ডেস্ক : কোনো ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরি নেই, সেঞ্চুরি তো দূরের কথা। মালদ্বীপের মতো দুর্বল দলের বিপক্ষে সেঞ্চুরি-হাফ সেঞ্চুরি করে নিজেদের আত্মবি... Read more
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচ নিয়েও বেশ শঙ্কা জেগেছিল। দিল্লিতে ঝামেলা হয়ে দাঁড়িয়েছিল দূষণ ও ধোঁয়াশা। আর রাজকোটে ঘূর্ণিঝড় মহা। সব দুশ্চিন্তা... Read more
সাপাহারে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল... Read more
ত্রিদেশীয় সিরিজে দলে ডাক পেয়েছে নোয়াখালির মিশু
জিখবর অনলাইন: ক্যারিয়ারের মাত্র তৃতীয় লিস্ট ‘এ’ ম্যাচে খেলতে নেমেই ৮ উইকেট নিয়ে হৈচৈ ফেলেছিলেন মাত্র ১৯ বছরের এক অখ্যাত তরুণ। আসন্ন ত্রিদেশীয়ে সিরিজে... Read more