জানের কথা ভুলে গিয়ে
ঝাঁপ দিলো সমরে
কেওবা ফিরলো দেশের মাঝে
কেওবা গেল গোরে ॥
তাদের আত্ম ত্যাগের জন্য
পেলাম স্বাধীন দেশ
তাইতো মুক্ত ডানা মেলে
গগনে উড়ি বেশ
সুখের নিদ্রা রাতে গিয়ে
উঠি সুখের ভোরে ॥
জানের কথা ভুলে গিয়ে
ঝাঁপ দিলো সমরে
স্বাধীন দেশের বয়স এখন
আটচল্লিশ বছর
সামনে দিনে ইনশাল্লাহ
কাটবে দুঃখের ঘোর
তাইতো দোয়া ত্যাগের জন্য
শান্তি পাক উপরে ॥
জানের কথা ভুলে গিয়ে
ঝাঁপ দিলো সমরে ।
(মানুষ স্টাইলের প্রতিযোগিতা করতে গিয়ে অবৈধ পথ অবলম্বন করছে – আব্দুল্লাহ হাফিজ )