প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোদাগাড়ী পৌর মেয়র ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

গোদাগাড়ী পৌর মেয়র ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

320
0

গোদাগাড়ী প্রতিনিধি: গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু (৬০) ভারতে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল রোজ বুধবার, সকাল ৫টার দিকে মৃত্যু বরণ করেছেন ইন্নালিল্লাহে অইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ভারতের ব্যাঙ্গালোর এর একটি হাসপাতালে হার্ড এর চিকিৎসার জন্য যান কিন্তু দেখা যায় তার দুইটি কিডনিই নষ্ট হয়ে যায়। যার কারণে তিনি মৃত্যু বরণ করেন বলে জানা যায়। আজ বৃহস্পতিবার বিমান যোগে ব্যাঙ্গালোর থেকে ১০টার দিকে কলিকাতায় পৌঁছে এবং বেলা ২টার দিকে বেনাপোল স্থল বন্দরে আসে। গোদাগাড়ীর মহিশালবাড়ীতে তাঁর নিজ বাসভবনে রাত ৮টার দিকে পৌঁছালে স্থানীয় লোকজন তাদের প্রাণের মেয়রকে এক নজর দেখার জন্য ভীড় করে। আগামীকাল ২৪ এপ্রিল সকাল ১১টার সময় মহিশালবাড়ী গোরস্থানে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।

গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু ২০১৫ সালে বাংলাদেশ আওয়ামীলীগের (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করেন। ২০২১ সালে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নমিনেশন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে (নারিকেল গাছ প্রতীক) নিয়ে নির্বাচন করেন এতেও তিনি ৮৮১৪ ভোট পেয়ে বিজয়ী হন। গোদাগাড়ীর সর্বস্তরের মানুষের প্রাণের এ নেতার প্রস্থানকে যেন কেউই মেনে নিতে পারছেন না।

তাঁর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খাইরুজ্জামান লিটন, রাজশাহী আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তানোর, মন্ডমালা ও কাকনহাট পৌর মেয়র, গোদাগাড়ী পৌরসভার তিন প্যানেল মেয়র, গোদাগাড়ী উপজেলা আ’লীগের সভাপতি বদিউজ্জামান, রাজশাহী জেলা পরিষদ প্যানেল মেয়র ও গোদাগাড়ী পৌর আ’লীগ সাধারণ সম্পাদক রবিউল আলম প্রমুখ।