প্রচ্ছদ অর্থনীতি-ব্যবসা রাজশাহীর গোদাগাড়ীতে নিত্যপণ্যের বাজারে আগুন!

রাজশাহীর গোদাগাড়ীতে নিত্যপণ্যের বাজারে আগুন!

1059
0

আব্দুল খালেক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদর ডাইংপাড়া কাঁচা বাজারে নিত্য পণ্যের বাজারে দ্রব্যমূল্যের লাগামহীম উর্ধমুখি। ক্রেতারা পড়েছেন মহা বেকায়দায়। বাজার ঘুরে দেখা যায় মানুষের নিত্য দিনের প্রয়োজনীয় কাঁচা বাজারে প্রতিটি জিনিসের দাম অনেক বেশি। যা সাধারণ খেটে খাওয়া মধ্যম আয়ের মানুষের নাগালের বাইরে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ডাইংপাড়া কাঁচা বাজার ঘুরে দেখা যায়-
করলা = ১০০ কেজি
আলু = ৪৫ কেজি
ঢেঁড়স = ৬০ কেজি
বেগুন = ৬০ কেজি
পিঁয়াজ = ১০০ কেজি
কোচু = ৫৫ কেজি
পটল = ৫০ কেজি
মরিচ = ২০০ কেজি
গড় আলু = ৭৫ কেজি
ওল = ৬০ কেজি
পেঁপে = ৪০ কেজি
কাঁচা কলা = ৪০ কেজি
মিষ্টি কুমড়া = ৩০ কেজি
আঁদা = ১০০ কেজি
শিম = ১৬০ কেজি
ঝিংঙ্গা = ৫০ কেজি
শশা = ৬০ কেজি
রসুন = ২০০ কেজি
ব্রয়লার মুরগী = ১২০ কেজি।
স্থানীয়রা বলছেন বাজার মনিটরিং না থাকায় দ্রব্যমূল্যের উর্ধমূখি চরম আকার ধারণ করেছে। এখনই যদি বাজারের লাগাম টেনে ধরা না হয় তাহলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই সময় থাকতেই ডাইংপাড়া কাঁচা বাজারে প্রশাসনের বাজার মনিটরিং করা দরকার বলে ভাবছেন স্থানীয় সাধারণ ক্রেতারা।