প্রেস বিজ্ঞপ্তি: গোদাগাড়ীর পার্শ্ব বগচর মসজিদ নামক স্থান হতে মঙ্গলবার আনুমানিক ১৯২০ ঘটিকার সময় ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বকচর পোষ্টের একটি বিশেষ টহলদল কর্তৃক টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মীর নজরুল ইসলাম সাথে ০৫ জন নিজস্ব গোয়েন্দা সুত্রে বকচর মসজিদ নামক স্থানে টহল পরিচালনা করে ২ কেজি ৯০০ হেরোইন আটক করতে সক্ষম হয়। আটককৃত হেরোইনের আনুমানিক সিজার মূল্য ৫৮,০০,০৫০/- (আটান্ন লক্ষ পঞ্চশ) টাকা মাত্র। টহল দলের উপস্থিতি টের পেয়ে হেরোইন ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক/সনাক্ত করতে পারেনি টহল দল।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে।