প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা বাগমারায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এগিয়ে যাবে: এমপি...

বাগমারায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এগিয়ে যাবে: এমপি এনামুল হক

122
0

বাগমারা প্রতিনিধি :
রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৈরি সংগঠন। ছাত্রলীগ দেশের প্রাচীনতম সংগঠন। তাই ছাত্রলীগকে জাতির জনকের আদর্শ নিয়ে এগিয়ে যেতে হবে। ছাত্রলীগের নেতাকর্মীদের পথ হারানোর কোন সুযোগ নেই। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। আগামী নির্বাচনে ছাত্রলীগের উদীয়মান নেতাকর্মীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রতিটি স্থানে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে হবে। প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এরই মধ্যে ডিজিটাল বাংলাদেশ হিসেবে উপহার দিয়েছেন। প্রতিটি মানুষ উন্নয়নের ছোয়া পেয়েছে। আওয়ামী লীগ সরকারের কারনে বর্তমানে লোকজন শান্তিতে আছে। বুধবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সালেহা ইমারত মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও ভবানীগঞ্জ কলেজ ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ রাজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ সরকার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাইম আদনান, ভবানীগঞ্জ বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাদিরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ছাত্রলীগ নেতা ফিরোজ সুলতান, শাহরিয়ার হোসেন তন্ময়, সোহাগ, শুভ, নাজমুল হোসেন, সাব্বির রহমান প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার পাশাপাশি একটি বণার্ঢ্য র‌্যালি বের করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।