প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা তানোরে বই বিতরনের উদ্বোধন করলেন মানবতার ফেরিওয়ালা ইউএনও সুশান্ত কুমার মাহাতো 

তানোরে বই বিতরনের উদ্বোধন করলেন মানবতার ফেরিওয়ালা ইউএনও সুশান্ত কুমার মাহাতো 

880
0
সাইদ সাজু, তানোর থেকেঃ বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মানবতার ফেরিওয়ালা ইউএনও সুশান্ত কুমার মাহাতো।
১লা জানুয়ারী শুক্রবার সকালে তিনি তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয ও তানোর মডেল সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিযে বই বিতরনেন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
পরে তিনি বেশ কয়েকটি বিদ্যালয়ে গিযে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।  এসময় তার সাথে ছিলেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ শিক্ষার্থীরা।
করোনা মহামারীর আঘাতে এ বছর বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে উৎসব না হলেও নির্ধারিত দিনে শিশুদের হাতে পৌঁছাচ্ছেন নতুন বই।
সময়মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নির্দেশনা অনুযায়ী তানোর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বছরের প্রথম দিনে বই বিতারণ করা হচ্ছে।
অপর দিকে তানোর পৌরসভার গোকুল মথুরা দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি ও তানোর পৌর মেয়র আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আবুল বাশার সুজন কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বছরের ক্যালেন্ডার ও বই তুলে দেন।