প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা নওগাঁয় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

নওগাঁয় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

196
0

নওগাঁ প্রতিনিধি: স্বাস্থ্যবিধী মেনে নওগাঁয় পাট উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি নওগাঁ বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্টিত এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। এ সময় বক্তব্য রাখেন, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সামসুল ওয়াদুদ, পাট উন্নয়ন কর্মকর্তা মো: আখতারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মিজা ইমাম উদ্দীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গুলে আইলে মনিকা মোস্তফা, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মামুনুর অর রশিদ প্রমুখ।
উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালায় নওগাঁ সদর উপজেলার ১০০জন পাট উৎপাদনকারী চাষীদের উন্নত জাতের পাট উৎপাদন ও বাজার জাত করুণের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
নওগাঁ পাট উন্নয়ন কর্মকর্তা মো: আখতারুজ্জামান বলেন, উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় নওগাঁ জেলার চারটি উপজেলায় এ প্রকল্প চালু আছে। এ প্রকল্পের আওতায় এ জেলায় দশ হাজার পাট চাষিদের সার ও পাট বীজ দিয়ে এবং চারশত জন কৃষককে প্রশিক্ষন দিয়ে পাটের সোনালী অতীত ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারা বাহিকতায় আজকে একশত জন পাট চাষীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, পাটের রোগবালাই তেমন একটা নেই। পাটের বাজারে দামও বেশ ভালো। গত বছরে মতো এ বছরও পাটের ভালো দাম কৃষক পাবে বলে আশা করছি। দেশে ও বিদেশে আমাদের পাটের চাহিদা বাড়ছে। সে কারণে কৃষক ভালো দাম পাচ্ছে। এভাবে দাম থাকলে আগামীতে আরও বেশি জমিতে পাটের চাষ হবে।’