প্রচ্ছদ অপরাধ চাঁপাইনবাবগঞ্জের গ্রামে সাড়ে ৩ মাস অবরুদ্ধ ১১ পরিবার

চাঁপাইনবাবগঞ্জের গ্রামে সাড়ে ৩ মাস অবরুদ্ধ ১১ পরিবার

608
0

চাঁপাই ডেস্ক: প্রভাবশালী কিছু লোক চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রামে ১১ পরিবারের শিশু, নারীসহ প্রায় ৫০ জনকে নিজ নিজ বাড়ীতে সাড়ে তিন মাস ধরে অবরুদ্ধ করে রেখেছে। অবরুদ্ধ পরিবারের সদ্য ভূমিষ্ট একটি শিশু মারা গেলে তাকে নিজ এলাকার গোরস্থানে দাফনও করতে দেওয়া হয়নি। তাই রাতের অন্ধকারে পাশের এলাকার গোরস্থানে লাশ দাফন করা হয়। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল ৯ নং ওয়ার্ডের কোদালকাটির জেলেপাড়া গ্রামে। আলাতুলী ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান মোঃ কামাল উদ্দিন জানান, সমস্যা সমাধানে তিনি বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও ব্যার্থ হয়েছেন। অভিযোগে জানা গেছে জেলেপাড়া গ্রামের গাইন বংশের সঙ্গে ভাঁড় বংশ যুক্ত হয়ে পারিবারিক বিরোধ চলে আসছে। এর জেরে সাড়ে তিন মাস ধরে জেলেপাড়া গ্রামের রফিকুল, সফিকুল, আয়েস, তাজিবুর এবং তাদের পরিবারের শিশু, নারীসহ প্রায় ৫০ জনকে নিজ নিজ বাড়িতে অবরুদ্ধ করে রেখেছে এলাকার মারফত মেম্বার, আব্দুল বারী চৌকিদার, পিয়ারুল, আলফাজ, ওবাই এর লোকজন। তাদের চলাচলের রাস্তায় বসানো হয়েছে কঠিন পাহারা। কেউ বাড়ি থেকে বের হলেই মারধন করা হচ্ছে। মিনারুলের গার্মেন্টস, মুস্তফার মুদি ও জালাল উদ্দীনের সাইকেল মেকারের দোকানগুলো বন্ধ। ১১ পরিবারকে মসজিদে নামায পড়তেও দিচ্ছেনা তারা। পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বন্দীর মত জীবন যাপন করছে। লুকিয়ে চুরিয়ে তারা নিত্যপণ্য সংগ্রহ করলেও তাদের উপার্জনক্ষম ব্যক্তিরা হয়েপড়েছে বেকার।