আব্দুল খালেক: রাজশাহীর গোদাগাড়ীতে নুরজাহান ট্রেডার্সে দুর্ধস্ব চুরি হয়েছে। গতকাল রাত ১০টার দিকে দোকানের টিন কেটে প্রবেশ করে প্রায় দেড় লক্ষাধিক টাকার অর্থসহ মালামাল নিয়ে যায় চোর। এতে কেউ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা যায় গোদাগাড়ীর ডাইংপাড়া মোড়ে অবস্থিত নূরজাহান ট্রেডার্স এ রাত ১০টার সময় উপরের টিন কেটে অত্যন্ত সংগপনে ঢুকে দোকানের মালামাল ও ড্রয়ার খুলে নগদ অর্থসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে সটকে পড়ে চোরটি। ভিডিও ফুটেজে চোরকে স্পষ্ট দেখা গেলেও এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। ২৬ মার্চ সকালে দোকান খুলে জানতে পারে যে তার দোকানে চুরি হয়েছে। পরে পুলিশে খবর দিলে গোদাগাড়ী থানার তদন্ত অফিসার হাসমত আলী ও এস.আই রেজাউল করিম সংগীয় ফোর্সসহ সরজমিনে এসে ঘটনা দেখে আইনানুগ ব্যবস্থাগ্রহণের আশ্বাস দেন। দোকানের স্বত্তাধিকারী জহুরুল ইসলাম বলেন বিষয়টি বণিক সমিতির ব্যবস্থাপনা কমিটিকে বলেছি। কমিটির সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারী আবুল কালাম আজাদ, সদস্য তাজিমুল ইসলাম ঘটনা পরিদর্শন করে করে জানান বিষয়টি পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে চোরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবেন। তবে দোকান মালিক জহুরুল ইসলাম বলেন বণিক সমিতির নেতাদের নিষ্ক্রীয় ভূমিকা দেখে তিনি হতাশ।
এ ব্যাপারে গোদাগাড়ী উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়্যারম্যার আব্দুল মালেক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ অনেক নেতা-কর্মী রড-সিমেন্টের এ দোকানটি পরিদর্শন করেন।