প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোমস্তাপুরে বিদ্যুৎ সমস্যা নিরসনে চলতি মাসেই চালু হচ্ছে নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন

গোমস্তাপুরে বিদ্যুৎ সমস্যা নিরসনে চলতি মাসেই চালু হচ্ছে নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন

474
0

গোমস্তপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট নিরসনে চলতি মে মাসেই চালু হচ্ছে আমনুরা-নাচোল-রহনপুর নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন। বিষয়টি নিশ্চিত করেছেন নেসকো, গোমস্তাপুরের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আ: হান্নান। সম্প্রতি গোমস্তাপুর ও নাচোল উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট বেড়ে যাওয়ায় গ্রাহকদের মাঝে ক্ষোভ বৃদ্ধি পাওয়ায় এলাকার সাবেক সাংসদ জিয়াউর রহমান গতকাল রাতে তার সাথে সাক্ষাত করেন।এ সময় রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান তার সাথে উপস্থিত ছিলেন । সাবেক সাংসদ জিয়াউর রহমান জানান,এ বিষয়ে নেসকোর রাজশাহী অঞ্চলের উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে এলাকার বিদ্যুৎ সমস্যা নিয়ে মোবাইলে আলাপ হয়। আলাপে আমনুরা থেকে রহনপুরে বিদ্যুৎ সরবরাহ চালুকরনের বিষয়টি প্রাধান্য পায়। এরই প্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় নেসকো লিঃ নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ রহনপুর কার্যালয়ে কর্মরত নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সাথে তার আলাপ হয়।
আলাপকালে নেসকো লিঃ রহনপুর শাখার নির্বাহী প্রকৌশলী জনাব আব্দুল হান্নান আশ্বস্ত করেন যে চলতি মে মাসের মধ্যেই আমনুরা হতে রহনপুর পর্যন্ত নতুন সংযোগটি চালু করা হবে। এদিকে নেসকোর নির্বাহী প্রকৌশলী আ: হান্নান সাংবাদিকদের জানান, জরাজীর্ণ রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ ৩৩কেভি সঞ্চালন লাইনটি সম্প্রতি রহনপুর -চাঁপাইনবাবগঞ্জ সড়কের পাশে নেয়া হয়েছে। এতে লাইনে ত্রুটি হলে সহজেই সারানো সম্ভব হবে। এছাড়া সাব স্টেশনে নির্মানাধীন নতুন একটি ইউনিট চালু হলে লোড ম্যানেজমেন্টের সক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট প্রসঙ্গে তিনি জানান, গত এপ্রিল মাসে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়।