প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোদাগাড়ীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টশন

গোদাগাড়ীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টশন

1337
0

আব্দুল খালেক: রাজশাহীর গোদাগাড়ীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টা টার দিকে গোদাগাড়ী উপজেলা হলরুমে রাজশাহী জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত ওরিয়েন্টশনে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা চেয়্যারম্যান জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়্যারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়্যারম্যান সুফিয়া খাতুন মিলি, বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, বিজিবির নায়েক সুবেদার, অফিসার ইনচার্জ, সাংবাদিক, বিদ্যালয় প্রধান, মুক্তিযোদ্ধা কমান্ডার, সুধিমন্ডলী প্রমুখ।
ওরিয়েন্টেশনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপিন্দ্রনাথ আচার্য্য।
এতে প্রকল্পের অধীন করোনাভাইরাস সংক্রমণ রোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুকে প্রথমে মাতৃদুগ্ধ দান করা, শিশু ও নারীর অধিকার নিশ্চিত করা, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, পরিবেশ সুরক্ষা ও দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা সৃষ্টি, বাল্য বিবাহ রোধ করা, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা, পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিশেষ করে প্রধান অতিথির বক্তব্যে বলা হয় একজন শিশু তার পিতা-মাতাকে অনুসরণ করে থাকে। পিতা-মাতা যদি সকালে উঠে নামায পড়ে কুরআন পড়ে। তাহলে তার ছেলে মেয়েরাও সেটাই শিখবে। আর যদি পিতা-মাতা ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে ফেসবুক চালায় তাহলে ছেলে মেয়েরা তাই করবে। তাই পরিবার থেকেই শিশুর সুস্থ্য, সুন্দর হয়ে বেড়া উঠাকে নিশ্চিত করতে হবে।