এনিয়ে ওই এলাকায় সকলের মাঝে সাপ আতঙ্ক বিরাজ করছে। তবে সাপ আতঙ্ক বিরাজ করলেও অত্র এলাকার বিভিন্ন বয়সের মানুষ সাপ দেখার জন্য ভিড় জমাতে থাকে রবিউলের বাড়িতে।

রাজশাহীর দুর্গাপুরে ৩০টি গোখড়া সাপ ও ৪৫ টি সাপের ডিম উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী।
দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর হোজা গ্রামে একটি বাড়ির ভেতরে প্রায় ৩০ টি বিষাক্ত গোখড়া (গোমা) সাপ ও ৪৫ টি সাপের ডিম উদ্ধার করা হয়েছে।
জানাগেছে, সোমবার দুপুরে উপজেলার ৬ নং মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দী পশ্চিম পাড়া গ্রামে মৃত আব্দুস সামাদের ছেলে রবিউল ইসলামের বাড়ির ভেতরে বড় আকারে একটি গোমা মা সাপ দেখতে পায়। পরে তিনি উপজেলার সিংগা গ্রামের আবু তালেবের ছেলে সাপুড়ে আব্দুস সামাদকে খবর দেয়।
পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ওই সাপটিকে খুঁজতে থাকে। খোজার এক পর্যায়ে একটি গর্ত দেখতে পায় পরে ওই গর্তে লোহার সাবল দিয়ে খুড়তে থাকে ।
খোড়ার এক পর্যায়ে এক এক করে প্রায় ৩০ টির মত সাপ বের হতে থাকে। এভাবে বের হওয়া প্রায় ৩০টি গোমা গোখড়া (সাপ) মেরে ফেলা হয়।
তবে ওই বড় মা সাপটিকে খুঁজে পাওয়া যায়নি। এঘটনায় ওই বাড়িতে সাপ দেখতে আসা স্থানীয় জন প্রতিনিধি মহামিন ইসলাম জানান, হঠাৎ করে এক বাড়িতে এক সাথে এতো গুলো সাপ এর আগে তিনি দেখেননি। তবে তিনি সকলকে সাবধানে থাকার জন্য পরামর্শ দিয়েছে। ফলে এঘটনায় স্থানীয় এলাকাবাসী সাপ আতঙ্কের মধ্যে বিরাজ করছেন।#